[caption id="attachment_71716" align="aligncenter" width="720"]
আটক মো. খোকন সরদার, মো.বদি আলম, মো. শাহাজাহান ও মো:মতিন[/caption]
চট্টগ্রাম : নগরীর বায়েজিদ থানার ডেবার পাড় এলাকায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম এবং নগদ ৯৩০ টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন-মো. খোকন সরদার(৩৫), মো.বদি আলম(৪০), মো. শাহাজাহান(৪০) ও মো:মতিন (৩২)
সোমবার (১০ মে) রাত ৯ টায় ডেবারপাড় ব্রিকফিল্ড রোডস্থ ষোল রুপা আবাসিক এলাকার একটি খালি প্লটের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরো পড়ুন : এমপির নাম ভাঙ্গিয়ে প্রতারণার, যুবলীগ নেতা গ্রেফতার
আরো পড়ুন : রিয়াজুদ্দিন বাজারের জুয়া-ইয়াবার আসর থেকে আটক ১৪
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়ার আসর তল্লাশি করে জুয়া খেলার নগদ ৯৩০ টাকা এবং ১(এক) সেট তাস উদ্ধার করা হয়েছে। জুয়া আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত