চট্টগ্রামে নিজের কারখানার বাসের ধাক্কায় পোশাককর্মী নিহত, আহত ৪

ছবি প্রতীকী

চট্টগ্রাম : নগরীর চান্দগাঁও থানা এলাকায় নিজের কোম্পানির বাসের ধাক্কায় মমতাজ বেগম (৫৩) নামে এক পোশাককর্মী মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৪জন। তারাও একটি পোশাক কারখানায় কাজ করে। নিহত মমতাজ বেগম নগরের চান্দগাঁও থানার ৫ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা শাহ আলমের স্ত্রী।

মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে থানার কামাল বাজার এলাকার কর্ণফুলী টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাফিজা (২২), ইসমত আরা বৃষ্টি (২৫), কুলসুমা বেগম (২২) ও তানিয়া আক্তার (২৪)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন : ঘরমুখো মানুষ আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
আরো পড়ুন : শিক্ষা উপমন্ত্রীর পক্ষে ঈদ বস্ত্র বিতরণ চট্টগ্রামে

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার জন্য রাস্তার পাশে গাড়ির জন্য দাঁড়ান ছিল একদল নারী পোশাক কর্মী। পরে তাদের কোম্পানিরই একটি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত ও চারজন আহত হন।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, আজ সকাল ৮টার দিকে চান্দগাঁও থানা এলাকা থেকে বাসের ধাক্কায় আহত পাঁচ পোশাক শ্রমিককে হাসপাতালে আনে স্থানীয়রা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন এবং বাকি চারজনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন