
চট্টগ্রাম (পটিয়া) : উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের শতাধিক অসচ্ছল নেতাকর্মীদের মাঝে হুইপ সামশুল হক চৌধুরী এমপি প্রদত্ত নগদ অর্থ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় কাশিয়াইশ স্কুল মিলনায়তনে ইউনিয়ন আ.লীগ সভাপতি জহির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরজিৎ বর্দ্দনের সঞ্চালনায় এ উপহারের অর্থ বিতরণ করেন জেলা আ.লীগ নেতা মো. মুছা চেয়ারম্যান ও হুইপের সমন্মকারী দেবব্রত দাশ।
আরো পড়ুন : ড. অনুপম সেনের সহধর্মিণী আর নেই
আরো পড়ুন : মিতু হত্যাকাণ্ড : সাবেক এসপি বাবুল আক্তার গ্রেফতার
উপস্থিত ছিলেন আ.লীগ নেতা স্বপন শীল, মনোরজন পুরোহিত মানু, অজিত মহাজন, মাহমুদুল মেম্বার, নুরুল আবছার তালুকদার, এস এম আহম্মদুল হক, দিলীপ দাশ গুপ্ত, রতন বিশ্বাস, বুলবুল চক্রবর্তী, উজ্জ্বল ভট্টাচার্য, কামনাশীষ বড়ুয়া, ইউসুফ চৌধুরী, রতনা নন্দী, মোঃ মনছুর প্রমুখ।