একটু বৃষ্টিতেই সড়কে পানি, ভেসে গেছে ঈদের আনন্দ

একটু বৃষ্টিতেই ভেসে গেছে ঈদের আনন্দ। নয়াবাজার বিশ্বরোড এলাকার চিত্র।

চট্টগ্রাম : একটু বৃষ্টিতেই নগরীর নিম্নাঞ্চল জলমগ্ন। কোথাও কোথাও মানুষের দুর্ভোগের সীমা ছিল না। নগরীর বহুল আলোচিত জলমগ্ন এলাকা দুই নম্বর গেট, বহদ্দারহাট ছাড়াও নয়াবাজার বিশ্বরোড থেকে শুরু করে নগরীর বিভিন্ন এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। যেকারণে জনদুর্ভোগে ঈদ আনন্দে ঘোরাঘুরি মানুষ ও পথচারীরা। বলাচলে, এবারের ঈদ আনন্দ ভেসে গেছে এতটুকু বৃষ্টিতে।

শুক্রবার (১৪ মে) দুপুর ১টার দিকে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে প্রায় জনশূন্য নগরীর রাস্তাঘাট। এরপরও ঈদে হাজারো মানুষ আনন্দ উপভোগ করার জন্য এদিক-ওদিক যাতায়াত করার জন্য বের হলেও তাদের সেই আনন্দ জলাবদ্ধতায় বন্দি হয়ে পড়ে।

আরো পড়ুন : নিহত রনির পরিবারকে ঘর ও রিকশা উপহার সাবেক মেয়রের
আরো পড়ুন : মিতু হত্যা : আরো এক আসামি সাইদুল র‌্যাবের হাতে গ্রেফতার

আলাপকালে পথচারী মিজান বলেন, সকাল ঈদের নামাজের পরে ঘন্টা দুইয়ে টানা বৃষ্টিতে পুরো এলাকা তলিয়ে গেছে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।ঈদের আনন্দটাই মাটি হয়ে গেছে।

আমাদের একটাই দাবি, সামনে বর্ষা মৌসুম। এসময়ে জলাবদ্ধতা আরো ব্যাপক হারে সৃষ্টি হতে পারে। এ জলাবদ্ধতা নিরসনে বর্তমান মেয়র যেন সুদৃষ্টি দেন। সে অনুরোধ জানাই।

এক সিএনজি চালক বলেন, আজ ঈদের দিনে যাত্রী নিয়ে বের হয়ে পথে পথে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতিদ্রুত এ জলাবদ্ধতা নিরসনে সকললে সহযোগিতা চাই।, জলাবদ্ধতা নির্মূল চাই।

শেয়ার করুন