চট্টগ্রামে জুয়ার আসরে গ্যাস লাইটার বিস্ফোরণ, দগ্ধ ৫

ছবি প্রতীকী
ছবি প্রতীকী

চট্টগ্রাম : নগরীর বাকলিয়া এলাকায় জুয়ার আসরে গ্যাস লাইটার বিস্ফোরণে ৫জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের প্রত্যেককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধ আহতরা হলেন- পংকজ দে, কিশোর কুমার দে, প্রদীপ দাশ, মধুসূদন দত্ত এবং যদু বিশ্বাস। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার রাত ৯ টার দিকে বাকলিয়ার ভরাপুকুর পাড় এলাকার আব্দুল হামিদ মিয়া ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন : রাঙ্গুনিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট বৃদ্ধ কৃষকের মৃত্যু

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুয়ার আসরে সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লাইটার জ্বালানোর পরপরই বিস্ফোরণ ঘটে। বদ্ধ ঘরেই জুয়ার আসরটি বসেছিল। যারা জুয়ার আসরে বসেছিলেন তারা পাঁচজনই দগ্ধ হয়েছে। এছাড়া বিস্ফোরণের নেপথ্যে অন্যকোনো বিষয় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

চমেক হাসপাতালের বার্ণ ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন জানান, আহতদের মধ্যে প্রদীপ দাশের অবস্থা আশংকাজনক। তাদের কারো ৪০ কারো ৭৫ শতাংশ শরীর পুড়ে গেছে।

শেয়ার করুন