পটিয়ায় মন্দির উৎসর্গ ও বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা

চট্টগ্রাম : পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে শ্রী শ্রী লক্ষ্মী গৌবিন্দ ধাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা ও মন্দির উৎসর্গ করা হয়েছে।

সোমবার (১৭ মে) সকালে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেন ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি রনবীর ঘোষ (টুটুন)।

এসময় উপস্থিত ছিলেন-বরুন সেন দোয়ন, জহরলাল দত্ত, অধ্যাপক সুজিত বরন চৌধুরী, পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, মিহির কানুনগো, সমীর ভুলু, বিশিষ্ট দানবীর আশুতোষ দে, দিলীপ ভট্টাচার্য্য, প্রবোধ রায় চন্দন, পংকজ চক্রবর্ত্তী, লায়ন বাপন দাশগুপ্ত, শংকর দেব, প্রবাল দে, দিলীপ ঘোষ (দিপু), রনধীর চক্রবর্ত্তী, সুমি দে সাথী, কনি দে, দেবাশীষ দে বাবু, পলাশ চক্রবর্ত্তী, লিটন মিত্র, অচারুতান্দ দে (লিটন), সমীর চৌধুরী অপু, মিন্টু বসাক, দুলাল বসাক, জুয়েল পাল, রাজিব বসাক, টিপু বসাক, শিমুল বসাক, জিসু বসাক, মিল্টন দাশ, সুমন সর্দ্দার, শিমুল চক্রবর্ত্তী, উজ্জ্বল দেব, সুজন সর্দার।

উদ্বোধন ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।