কারামুক্ত বিএনপি নেতা শাহাদাত

ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি

চট্টগ্রাম : দীর্ঘ দেড় মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন।

বুধবার (১৯ মে) বিকালে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জেলার দেওয়ান তারিকুল ইসলাম। তিনি বলেন, “ডা. শাহাদাতের জামিনের আদেশ আদালত থেকে আসার পর তা যাচাই বাছাই করে বিকাল পৌনে পাঁচটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।”

লুসি খান নামে দলীয় এক নেত্রীর করা চাঁদাবাজি মামলায় গত ২৯ মার্চ নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে নিজের ব্যক্তিগত চেম্বার থেকে শাহাদাতকে গ্রেপ্তার করে পুলিশ।

আরো পড়ুন : ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়: তথ্যমন্ত্রী
আরো পড়ুন : সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন

সেদিন বিকালে চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায়ও প্রধান আসামি ছিলেন তিনি। শাহাদাতের বিরুদ্ধে মামলার বাদী লুসি খানও চিকিৎসক। তিনি নগর বিএনপির গত কমিটির মহিলা বিষয়ক সহ সম্পাদক ছিলেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে লুসিও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন শাহাদাত।

চকবাজার এলাকায় ‘জীবন চিত্র ফাউন্ডেশন’ নামের একটি এনজিও আছে লুসির। এ এনজিও থেকে শাহাদাত কোটি টাকা চাঁদা দাবি করেছিল বলে অভিযোগ করা হয়েছিল লুসির মামলায়।

শেয়ার করুন