ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে মানববন্ধন হাটহাজারীতে

ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে মানববন্ধন হাটহাজারীতে

বোরহান উদ্দিন (হাটহাজারী) : ফিলিস্তিনী মুসলমানদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে হাটহাজারী ফতেপুরের ইসলামিয়াহাট হযরত শাহ সূফি সৈয়দ মকবুল আহমদ শাহ স্মৃতি সংসদ।

শুক্রবার (২১ মে) মকবুল শাহ (রহঃ) মাজার সংলগ্ন সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ আজম শাহ।

আরো পড়ুন : হত্যা মামলার আসামি মানিক র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
আরো পড়ুন : হেফজখানায় ছাত্র নির্যাতন, শিক্ষক গ্রেফতার

সংগঠনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য নাছির হায়দার করিম বাবুল, আওয়ামীলীগ নেতা শেখ হারুন উর রশিদ, লায়ন কে এম জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ নাঈম, উপজেলা যুবলীগ নেতা এম. এ রাসেল, আহমদ রেজা আল কাদেরী, মোস্তফা আলম আলকাদেরী, ছাত্রলীগ নেতা ওয়াহিদ রিয়াদ প্রমূখ।

বক্তারা ফিলিস্তিনে মুসলমানদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হামলা বন্ধ করার আহবান জানান।

প্রতিদিন নির্বিচারে শিশুসহ অগণিত মুসলমানদের গুলি করে হত্যা, পবিত্র মসজিদুল আকসাকে রক্তাক্ত করার পরও বিশ্ব মুসলিম চুপ থাকারও তীব্র নিন্দা জানান বক্তারা। এ সময় ইসরাইলি সকল পণ্য বর্জন করার আহবান জানানো হয় মানববন্ধনে।

বাদে জুমা অনুষ্ঠিত মানববন্ধনে ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মো. হামিদ, প্রবাসী মোঃ মামুন, মোঃ ফরিদ, ইমতিয়াজ, সোলায়মান, জাহেদ, নুর নবী টিপু, আজিজুল হক ইমু, নুরুল ইসলাম, সায়মন, তাহছিন, বোরহান উদ্দিন, গিয়াস উদ্দিনসহ সর্বোস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

শেষে দোয়া ও মোনাজাত করেন ইসলামিয়াহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা বাকের।