লামায় মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার

বান্দরবান : লামা উপজেলা থেকে মমিনুল ইসলাম (১৭) নামে মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ মে) বিকালে নিখোঁজের তিনদিন পর লামা উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি অলি কাটার ঝিরির একটি লেবু বাগান থেকে মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মোটরসাইকেল চালক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মাইজপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (১৮ মে) বিকেলে মোটর সাইকেলে ভাড়ায় লোক নিয়ে বরইতলী থেকে ফাইতং ইউনিয়নে যান মুমিনুল ইসলাম। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এক পর্যায়ে শুক্রবার দুপুর ২টার দিকে অলিকাটার ঝিরির লেবু বাগানে একটি গলাকাটা ও হাত কাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী লামা থানা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মমিনুল ইসলামের লাশটি উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মোটর সাইকেল ছিনিয়ে নিতেই মমিনুল ইসলামকে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শীঘ্রই অপরাধীরা আইনের জালে ধরা পড়বে বলেও জানান তিনি।