পটিয়ায় লবণ কারখানায় আগুন

চট্টগ্রাম : পটিয়া ইন্দ্রপুল লবণ শিল্প নগরীর একটি লবন ও পলিথিন প্যাকেজিং কারখানায় আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কাচা লবণসহ দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (২২ মে) বিকেল সাড়ে ৫টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দাবি শর্টসার্কিট ও মালিক পক্ষেে দাবি ময়লা আর্বজনা থেকে আগুনের সুত্রপাত হয়।

জানা গেছে, ইন্দ্রপুল খালের দক্ষিণ পাশে পটিয়া পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ ছোট ভাই নাজিম উদ্দিনের লবন ও পলিথিন প্যাকেজিং কারখানায় আগুন লেগে দেড় কোটি টাকার ক্ষতি হয়।

পটিয়া লবণ মিল মালিক সমিতির সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ জানিয়েছেন, আগুনে তার ভাইয়ের লবণ মিলের দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ ও লামারবাজার ফাযার সার্ভিসের টিম দীর্ঘক্ষন পর আগুন নিয়ন্ত্রণে আনেন।