চট্টগ্রাম : নগরের ইস্পাহানি ও বটতল রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ জনকে জরিমানা ও কারাদণ্ড দেয়া হয়েছে।
রোববার (২৩ মে) নগরের আগ্রাবাদ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা ও দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. ওমর ফারুক (২৪), মোহাম্মদ সাইদুর রহমান (২৫), মোহাম্মদ শুভ (২১), মোহাম্মদ সুজন (২১), মোহাম্মদ জহির (৩৫), মোহাম্মদ ইমাম হোসেন (৪২), মোহাম্মদ মীন উদ্দিন (১৯), মো. আব্দুর রাজ্জাক (৩৮), মো. রকি (২১), মো. ইমরান হোসেন (১৮), মো. রাশেদ আলম (৩০) ও মো. সোহেল (২০)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী সংবাদকর্মীদের বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক নগরের ইস্পাহানি ও বটতল রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। তাদেরকে সাতদিন করে জেল এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।