মানুষ পানির তৃষ্ণায় মরবে, বিএসআরএম রড তৈরি করবে তা হতে দেয়া যায় না

মানুষ পানির তৃষ্ণায় মরবে, আর বিএসআরএম রড তৈরি করবে তা হতে দেয়া যায় না

মিরসরাই (চট্টগ্রাম) : জেলার মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির গভীর নলকূপ দ্বারা পানি উত্তোলনের ফলে সুপেয় পানি তীব্র সংকটে পড়েছে মিরসরাইবাসী গভীর নলকূপ থেকে পানি উত্তোলনের বন্ধের দাবীতে বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিমের নেত্বেতে মানববন্ধন করছে এলাকাবাসী।

রবিবার (৩০ মে) সকাল ১০টায় উপজেলার সোনাপাহাড় অবস্থিত বিএসআরএম মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

মানুষ পানির তৃষ্ণায় মরবে, আর বিএসআরএম রড তৈরি করবে তা হতে দেয়া যায় না

তিনি বলেন, মিরসরাইবাসী পানির তৃষ্ণায় মরবে, কৃষক সবজি উৎপাদন করতে পারবে না, কিন্তু বিএসআরএম রড তৈরি করে ব্যবসা করবে; তা হতে দেয়া যায় না। এই কারখানায় কাঁচামাল ঢুকতে দেওয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।

আরো পড়ুন : ভারতে যৌন নির্যাতনের শিকার সেই বাংলাদেশি তরুণী উদ্ধার

আগামী এক বছরের মধ্যে শিল্পজোনে বিএসআরএমের কারখানা স্থানান্তরের আহ্ধসঢ়;বান জানান তিনি। অনেক দিন ধরে আমরা পানি পাচ্ছি না। সুপেয় পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে গ্রামের পর গ্রামজুড়ে। গভীর নলকুপের সব পানি টেনে নিচ্ছে রড নির্মাতা প্রতিষ্ঠান বিএসআরএম। কথা ছিল, পাশ্ববর্তী ফেনী নদীর পানি ব্যবহার করে রড তৈরি করবে বিএসআরএম। তা না করে স্থানীয় এলাকার মাটির তলদেশের পানি তুলে আনায় বিপাকে পড়েছে কয়েকটি গ্রাম।

তিনি আরো বলেন, অনেকদিন ধরেই আশপাশের কয়েকটি গ্রামের মানুষের পানির কষ্টের কথা শোনা যাচ্ছে। নলকুপের পানি নেই। অনেকে গভীর নলকুপ বসাতে গিয়েও পানি পাচ্ছে না। পেলেও কিছুদিন পর দেখা যাচ্ছে, পানি শেষ! পরে জানা গেলো, বিএসআরএম শক্তিশালী মেশিন বসিয়ে তলদেশের পানি তুলে নিচ্ছে! বিএসআরএম যেন এলাকার তলদেশের পানি উত্তোলন বন্ধ রাখে, মানুষ যেন সুপেয় পানির হাহাকার থেকে মুক্তি পায়, আজকের মানববন্ধনে এই দাবিগুলোই জোরালো হয়েছে। এই আন্দোলন চলতে থাক। হোক প্রতিবাদ।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন