বিএনপি নেতা আসলাম চৌধুরীর জামিন, মুক্তিতে বাধা নেই

আসলাম চৌধুরী। ফাইল ছবি

কারাবন্দি বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীকে নাশকতার দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (৩০ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার ফলে তাঁর মুক্তিতে আর কোন বাধা নেই।

রবিবার (৩০ মে) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর দুই আইনজীবী। আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব।

আরো পড়ুন : মানুষ পানির তৃষ্ণায় মরবে, বিএসআরএম রড তৈরি করবে?
আরো পড়ুন : শিগগিরই ভ্যাট নিবন্ধন নিবে ফেসবুক ও নেটফ্লেক্স

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ড. মো. বশির উল্লাহ।

জানা গেছে, রাজধানীর কোতোয়ালি ও শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় বিএনপির আলোচিত নেতা আসলাম চৌধুরীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এই দুই মামলায় জামিন পাওয়ার ফলে তার মুক্তিতে বাধা নেই বলেও জানান আইনজীবীরা।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৫ মে খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার হন বিএনপি’র এই প্রভাবশালী নেতা।

শেয়ার করুন