 
     [caption id="attachment_72568" align="aligncenter" width="652"]
[caption id="attachment_72568" align="aligncenter" width="652"] অস্ত্রসহ আটক সাবিনা ইয়াছমিন[/caption]
 অস্ত্রসহ আটক সাবিনা ইয়াছমিন[/caption]
কক্সবাজার : জেলার টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ এক নারীকে আটক করেছে থানা পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করে বলেন, টেকনাফ মডেল থানা পুলিশের পরিদর্শক (অপরেশন) মো. খোরশেদ আলমের নেতৃত্বে একটি টীম বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মোঃ সরোয়ার এর নিজ বসত বাড়ি হতে সাবিনা ইয়াছমিন (২৭) কে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল সাথে ৭ রাউন্ড পিস্তলের গুলিসহ ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত