চমেক হাসপাতালে মহিলা হাজতির মৃত্যু

ছবি প্রতীকী

চট্টগ্রাম : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক মহিলা হাজতির মৃত্যুর তথ্য জানিয়েছে পুলিশ। তার নাম হাছিনা আক্তার (৪২)। তিনি হাটহাজারী থানার ছারিয়া চেয়ারম্যান বাড়ির মৃত নুরুর মেয়ে।

শুক্রবার (৪ জুন) রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ১২ নং ওয়ার্ডে ভর্তি ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ জানায়, গতকাল (বৃহস্পতিবার) কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ ওই নারী হাজতিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ১২নং ওয়ার্ডে ভর্তির রেফার করে।

আরো পড়ুন : লামায় করোনায় প্রাণ হারানো প্রথম ব্যক্তি আমেনা
আরো পড়ুন : বাজেট : জীবন-জীবিকা রক্ষার চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর

জানা গেছে, ২০১২ সনের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ১০/১১ ধারায় জেল হাজতে যায় নিহত হাজতি হাছিনা আক্তার।(পাহাড়তলী থানার মামলা নং- ৩৫(৪)২১)।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএস আই শীলা ব্রত বলেন, নিহতের লাশ মর্গে আছে, মৃত্যুর কারণ হিসেবে মৃত্যুর প্রমাণ পত্রে septic shock (irreversible) বলে উল্লেখ করা হয়েছে।