চট্টগ্রামে জুয়ার আসর থেকে ২২ জুয়াড়ি আটক

জুয়ার আসর থেকে ২২ জুয়াড়ি আটক

চট্টগ্রাম : নগরীর পতেঙ্গা থানা এলাকায় একটি বড় ধরনের জুয়ার আসরে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় নগদ টাকা ও জুয়া খেলার উপকরণসহ ২২ জুয়াড়িকে আটক করা হয়।

শনিবার (৫ জুন) এ তথ্য জানান মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা।

আরো পড়ুন : মিয়ানমারে গ্রামবাসীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে ‘নিহত ২০’
আরো পড়ুন : মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

আটকরা হলেন, আব্দুল সবুর(৩৮), মো. জাহাঙ্গীর আলম(৩৮), মো. মোর্শেদ আলম(২৮), মো. মামুনুর রশিদ(২৯), মো. ইব্রাহীম(৩২), মো. মান্নান(৪৬), মো. আব্দুর রহিম(৪২), মো. ইকবাল(৪৪), নুরুল ইসলাম বিপ্লব(৪২), মো. ওসমান গনি(২৪), মো. ইদ্রিস (৪৫), মো. রুবেল(২৮), মো. নুরুল আনোয়ার(৫৫), মো. ফখরুদ্দিন(২৩), মো. আবুল কাশেম(৪০), মো. হালিম(৪০), মো. রানা(২৫), মো. তৌহিদ আফ্রিদি(১৮), মিটন দাশ(২৮), সোহরাব হোসেন(৩৭), মো) সোহেল(২২), মো. সাইফুল(১৮)।

নগর গোয়েন্দা পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পতেঙ্গা থানার সী-বীচ চরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে জুয়া খেলার সময় হাতেনাতে ২২ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ ৩১ হাজার ৪৪০ টাকা এবং ১৪ প্যাকেট তাস। সবকিছু যাচাই বাছাই শেষ আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন