[caption id="attachment_7277" align="aligncenter" width="720"]
ইতি, ছাদেকুর ও রমেল হত্যার ন্যায় বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ছবি : খাগড়াছড়ি প্রতিনিধি[/caption]
খাগড়াছড়ি : কলেজ ছাত্রী ইতি চাকমা, মোটর সাইকেল ড্রাইভার মোঃ ছাদেকুর ও রমেল চাকমা হত্যার ন্যায় বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
রোববার (৭ মে) দুপুরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট খাগড়াছড়ি জেলা শাখার ব্যানারে শাপলা চত্তর হতে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে পথ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক অরিন্দ্রম কৃষ্ণ দে, সদস্য নাজির হোসেন, স্বাগতম চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, কলেজ ছাত্রী ইতি চাকমা, মোটর সাইকেল ড্রাইভার মোঃ ছাদেকুর ও রমেল চাকমা হত্যার ন্যায় বিচারের দাবি জানান।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত