চট্টগ্রাম পাসপোর্ট অফিসে দালাল চক্রের ১১ সদস্য আটক

চট্টগ্রাম পাসপোর্ট অফিসে দালাল চক্রের ১১ সদস্য আটক

চট্টগ্রাম : এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর পাঁচলাইশ এলাকায় চট্টগ্রাম পাসপোর্ট অফিস থেকে ১১ দালালকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ জুন) দুপুরে তাদেরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

আটকরা হলেন-সাইদুল হক (৪১), জাকির হোসেন রাজু (৫০), মো. সাইফুল ইসলাম (৫৮), আমিনুল ইসলাম (৫৬), রফিক আহম্মদ (৪৮), মো. জহির উদ্দীন (৪৮), মোহাম্মদ মিয়া জুনায়েদে (৩৬), মো. মুজিবুল হক সোহেল (৪০), আহম্মদ হোসেন (৪৭), মো. জামাল উদ্দীন (৪১), হাজী মো. শফি (৭০)।

আরো পড়ুন : পানিতে ডুবে শিশুর মৃত্যু
আরো পড়ুন : হুইপ পরিবারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা-জনতার বিক্ষোভ সমাবেশ

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, সোহেল রানা নামের এক ছাত্র তার বড় ভাইয়ের পাসপোর্টের নতুন বই ইস্যু করতে পাঁচলাইশ অফিসে যান। এসময় কিছু লোক অফিসের গেটে তাদের আটকে রাখেন। সোহেলকে সেইসব ব্যক্তিরা জানান, ১০ হাজার টাকা দিলে তারা তাদের পাসপোর্ট করিয়ে দিবেন। তখন সোহেল মুঠোফোনে থানায় ফোন দেন। ফোন পেয়ে পাঁচলাইশ থানা থেকে ফোর্স ঘটনাস্থলে গিয়েই দালালদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও বলেন, দুপুরে দালালদের আটক করে আনার পর সন্ধ্যায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আর ভুক্তভোগী সোহেল থানায় মামলা দায়ের করেছে বলেও জানান ওসি জাহিদুল কবির।

শেয়ার করুন