[caption id="attachment_72841" align="aligncenter" width="743"]
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১[/caption]
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দু রহমান (২৬) নামের এক ইয়াবা কারবারিকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি-১১ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ১৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (৯ জুন ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দু রহমান রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা নামক এলাকার মুহাম্মদ জামানের ছেলে।
বিজিবির জানায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রামু কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এলাকার চিহ্নিত ইয়াবা কারবারি আব্দু রহমানের শরীর তল্লাসী করে পেন্টের পকেট থেকে ১৮৯পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে তার মাদক ব্যবসায়ীক পার্টনার এবং একই এলাকার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত বদরুজ্জামানের ছেলে মো. সেলিম পালিয়ে যায়। পালাতক সেলিম সরকার দলীয় একজন প্রভাবশালী নেতা বলে জানা গেছে।
আরো পড়ুন : হুইপ পরিবারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা-জনতার বিক্ষোভ সমাবেশ
আরো পড়ুন : চট্টগ্রাম পাসপোর্ট অফিসে দালাল চক্রের ১১ সদস্য আটক
এদিকে, এলাকার মেম্বারকে সাথে করে ইয়াবা কারবারি আব্দুরমানের বাড়ী তল্লাসী করে একটি বস্তার ভিতর আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লক্ষ ৫৬ হাজার ৭ শত টাকা।
আটক ব্যক্তিকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াবা ট্যাবলেটগুলো মিয়ানমার থেকে ক্রয় করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করার উদ্দ্যোশে হেফাজতে রাখা হয়েছিল।
এলাকাবাসী জানায়, আটক আব্দু রহমান দীর্ঘদিন ধরে উপজেলার কচ্ছিয়ায় মাদকের ব্যবসা করে আসছিল। সেই ভাড়া চালিত একজন সিএনজি ড্রাইভার থেকে সে এখন গর্জনিয়া বাজারের সর্বোচ্চ মূল্যের ইজারাদার হিসেবেও বেশ পরিচিত লাভ করেছে।
বুধবার রাত ১২টায় বিষয়টি সত্যতা নিশ্চিত করে লে: কর্ণেল শাহ্ মো, আব্দুল আজিজ আহাম্মদ জানান, আটক মাদক কারবারি আব্দু রহমানকে ১নং ও পালাতক মাদককারবারিক মো. সেলিমকে ২নং আসামী করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
লে: কর্ণেল শাহ মো,আব্দিল আজিজ আহামামদ আরও জানান সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ ও মাদক পাচারসহ অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং ১১ বিজিবির হেডকোয়ার্টার আওতাধীন জোনে যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত