 
     [caption id="attachment_72895" align="aligncenter" width="720"]
[caption id="attachment_72895" align="aligncenter" width="720"] নিহত সহকারী উপ-পদির্শক মো. সালাউদ্দিন[/caption]
 নিহত সহকারী উপ-পদির্শক মো. সালাউদ্দিন[/caption]
চট্টগ্রাম : নগরীর চান্দগাঁ এলাকায় একটি দ্রুত গতির মাইক্রোবাসের চাপায় কাজী মো. সালাউদ্দিন নামের এক পুলিশ সদস্য মৃত্যুর খবর পাওয়া গেছে। একই ঘটনায় আহত হয়েছে আরো কনস্টেবল। তার নাম মো. মাসুম। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১১ জুন) ভোরে চান্দগাঁ থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন : সীতাকুণ্ডে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক
আরো পড়ুন : নতুন সেনাপ্রধান লে. জেনারেল শফিউদ্দিন আহমেদ
বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া গণমাধ্যমকে বলেন, চোলাই মদ পরিবহন করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় মাইক্রোবাসটি না থেমে এএসআই সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সালাউদ্দিনের মৃত্যু হয়েছে। আহত কনস্টেবল মাসুমকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত