চট্টগ্রাম: চটগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য হলেন তরিকতে মাইজভাণ্ডারীর আওলাদ সাইফুদ্দীন আল হাছান আল হোছানী (মঃজিঃআঃ)।
শনিবার (১২ জুন) প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেওয়া হয়।
এসময় প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সহ সভাপতি স ম ইব্রাহীম, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ প্রোটালের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে নবাগত আজীবন দাতা সদস্য সাইফুদ্দীন আল হাছান আল হোছানির প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও সাধুবাদ জানান। একই সাথে সাইফুদ্দীন আল হাছানী আল হোছানি ইসলামের সকল কর্মকাণ্ড প্রেস ক্লাবকে সাথে নিয়ে অগ্রসর হওয়ার একমত পোষণ করেন।
পরে সংক্ষিপ্ত মোনাজাত করেন সাইফুদ্দীন আল হাছান আল হোছানি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত