বান্দরবান : নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্ত ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে বিয়ার ক্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের ঘুমধুম ৫নং ওয়ার্ডের ঘোনার পাড়াস্থ আলুর মাঠ নামক স্থান থেকে ৪০টি বিয়ার ক্যান ও ব্যাটারিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।
উদ্ধারকৃত ৪০টি বিয়ার ক্যানের মূল্য আনুমানিক ২০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উখিয়া উপজেলার কুতুপালং ১নং শরণার্থী ক্যাম্পের হেড মাঝি আব্দু শুক্কুরের অধিনস্থ এ-১নং ব্লকের হামিদ হোসেনের পুত্র আজগর আলী ওরফে মিজান(২৪), টেকনাফ থানার হোয়াক্যং ইউনিয়নের আতুরবর ঘোনার বিজিবি চেকপোস্ট নামক এলাকার আবু ছিদ্দীকের পুত্র অটোরিকশা চালক জাফর আলম (৪৯)।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে এবং উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট মাদক মামলা রুজু করে রবিবার সকালে আদালতের মাধ্যমে বান্দরবান কারাগারে প্রেরণ করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত