চট্টগ্রাম : হাটহাজারীতে ওসমান (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করায় শিক্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ জুন) হাটহাজারী পৌরসভার ফটিকা কামালপাড়া বায়তুল কোরআন নামক মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আটক শিক্ষক হাটহাজারী পৌরসভার আলীপুর গ্রামের মৃত তোফায়েল আহমদের ছেলে।
আরো পড়ুন : পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতঘর উচ্ছেদ, নেতৃত্বে ৬ নির্বাহী ম্যাজিস্ট্রেট
আরো পড়ুন : খাগড়াছড়ির অ-উপজাতীয় গুচ্ছগ্রামের রেশন কালোবাজারে
জানা গেছে, আহত শিক্ষার্থী তার এক বন্ধুর সাথে ধাক্কাধাক্কি করলে খবরটি মাদ্রাসা পরিচালক মাওলানা কামাল শুনে ক্ষিপ্ত হয়ে রুমে এসেই ঐ শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পায়। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর পিতা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে রাতে জানা গেছে। ঘটনার সত্যতা স্বীকার করেন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও ওসি রফিকুল ইসলাম।