মাদকের জমজমাট হাট আসকারদীঘির পশ্চিম পাড়

নগরীর আসকার দিঘীর পশ্চিম পাড় গাঁজা সেবনের নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে একদল মাদকসেবী। ছবি : এম এ হান্নান কাজল

সাইফুর রহমান (চট্টগ্রাম) : মরণ নেশা মাদক কুড়ে কুড়ে খাচ্ছে যুব সমাজ। নেশায় বুঁদ উঠতি যুবক অন্ধকার পথে ছুটছে প্রতিদিন। প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেও থেমে নেই মাদকের আগ্রাসন। বরং দিনকে দিন বেড়েই চলছে মাদক কারবারিদের দৌরাত্ম। নগরীর সর্বত্র ছাপিয়ে আসকারদীঘির পশ্চিম পাড়জুড়ে যেন মাদকের হাট। দলবেধে মাদক সেবনে ব্যস্ত তরুণ। আবার মাদক ক্রেতা-বিক্রেতার অবাধ বিচরণে ভয়ংঙ্কর হয়ে উঠে পুরো এলাকা। প্রতিবাদ করলে কখনো কখনো এলাকাবাসীও আক্রান্তের শিকার হন। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এমন মাদকের হাট গুঁড়িয়ে দেয়ার দাবী জানিয়েছে এলাকার মানুষ।

আরো পড়ুন : পাহাড়ের পতিত জমিতে গোধা বাঁধ নির্মাণ করছে কারিতাস
আরো পড়ুন : ব্যবসায়ী নাসিরসহ ৫ জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা

সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতিদিন সকাল সন্ধ্যায় রামকৃষ্ণ মন্দির এর অপর পাশে আসকার দিঘীর যে ঘাট রয়েছে সেখানে নিয়মিত প্রকাশ্যে গাঁজা সেবন করে চলেছে একশ্রেণীর মাদকসেবী। ওই স্থানেকে তারা গাঁজা বেচাকেনার নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। গাঁজা সেবনকারী অনেকেই ওই এলাকার কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য। যে কারণে এ ব্যাপারে স্থানীয় মানুষ মুখ খুলতেও সাহস পায়না। সব সময় তারা থাকেন ভয়ে-আতঙ্কে।

প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব মাদক কারকারি আর মাদক সেবনকারীরা দাপিয়ে বেড়াচ্ছে পুরো এলাকা। নিত্যদিনই ঘটছে অনাকঙ্খিত ঘটনাও।

নাম প্রকাশে অনিচ্ছুক বহু ভুক্তভোগী এলাকাবাসি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

শেয়ার করুন