বান্দরবান : নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উত্তর বিছামারা এলাকার বড়ুয়াপাড়ার সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ জুন) ভোর ৪টায় সদর ইউনিয়নের উত্তর বিছামারা এলাকার বড়ুয়া পাড়ার সুনিলের বাড়ীর সামনে থেকে আটক করা হয়।
এসময় ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা।
বুধবার সন্ধ্যায় বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।
আটককৃত আসামীরা হলেন, সদর ইউনিয়নের পূর্ব বিছামারা হাকিম আলীর পুত্র আলমগীর হোসেন প্রকাশ আলম(২৪), উত্তর বিছামারা এলাকার মৃত আব্দু রহমানের পুত্র মো. হাশেম উদ্দীন(৪৬)।
পুলিশ জানায়, অভিযানকালে দুই শীর্ষ ইয়াবা কারবারির পালানোর চেষ্টা করলে ছুরির আঘাতে দুই পুলিশ আহত হয়েছে।
আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে এবং বৃহস্পতিবার (১৭ জুন) সকালে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামীদেরকে বান্দরবান আদালতে প্রেরণ করা হবে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত