
চট্টগ্রাম : গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি ও মেধা বিকাশ কার্যক্রম উপলক্ষে প্রতিনিধি সমাবেশ মাইজভান্ডারী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
হাটহাজারী উপজেলা শাখার সভাপতি ডাঃ ফরিদুল আলমের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৭ জুন) জামেয়া অদুদিয়া ফাজিল মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
গাউছিয়া মুনিরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহীদুল্লাহ ফারুকীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সচিব শেখ মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সচিব মেজবাহুল আলম ভুঁইয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাটহাজারী উপজেলা সভাপতি মোঃ রমজান আলি, সাধারণ সম্পাদক অশোক কুমার নাথ, যুগ্ম সম্পাদক নুরুল আবছার প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজ কল্যাণ সম্পাদক মহিউদ্দিন এনায়েত।
আয়োজকরা জানান, আওলাদে রসুল (দঃ), সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম রাহনুমায়ে শরীয়ত ও ত্বরিকত, আলহাজ্ব হযরত মওলানা শাহছুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় ও আওলাদে রসুল (দঃ), নায়েবে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে আগামী ৬ আগষ্ট সারাদেশের নুরাণী, কেজি, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ১০ হাজার শিক্ষার্থী ৮ম বারের (অনলাইনে) বৃত্তি পরীক্ষায় অংশ নিবে। ফরম পূরণের শেষ তারিখ ২৫ জুন। সকাল ১০ টা থেকে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনের বৃত্তি পরীক্ষার ঐ সফটওয়্যার নির্ধারিত সময় খুলবে আবার নির্ধারত সময়ই বন্ধ হয়ে যাবে।
সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া অদুদিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জাকের আহমদ সিদ্দিকী।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত