ইকবাল হোসেন জীবন (মিরসরাই) : মিরসরাই উপজেলায় অনলাইন জন্মনিবন্ধন করতে গিয়ে অনেককেই ঝুট-ঝামেলা পোহাতে হচ্ছে। গুণতে হচ্ছে ফি’র কয়েকগুণ বেশি টাকা। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে এমন অবস্থা চলছে। ঝামেলার কারণে অনেকেই জন্ম সনদ নিতে ইউনিয়ন পরিষদে যাচ্ছেন না।
সনদ পেতে জুড়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্ত। এসব শর্ত পূরণ করতে গিয়ে অনেকেরই হাঁসফাঁস অবস্থা। যাদের জন্ম ২০০১ সালের পর তাদের জন্ম নিবন্ধনের জন্য বাবা-মায়ের জন্ম সনদ বাধ্যতামূলক করা হয়েছে যাতে সন্তানের জন্ম নিবন্ধন করাতে গিয়ে বিপাকে পড়ছেন অনেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগে মা-বাবার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়েই যে কারও জন্ম নিবন্ধন করা যেতো। চলতি বছরের পহেলা জানুয়ারি নতুন নিয়ম কার্যকর হওয়ায় সন্তানের জন্ম নিবন্ধন করাতে গিয়ে আটকা পড়েন অনেক বাবা-মা। আগে তাদের জন্ম নিবন্ধন করতে হয়, তারপর হয় সন্তানের জন্ম সনদ। নতুন নিয়ম সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ সাল এবং তারপর থেকে জন্ম নেওয়া শিশুদের জন্ম সনদ পেতে হলে আগে তার মা-বাবার জন্ম নিবন্ধন করতে হবে। আর ২০০১ সালের আগে জন্ম নেওয়া শিশুদের জন্ম নিবন্ধনের জন্য মা-বাবার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিলেই হয়।
এ নিয়ম চালু হওয়ায় ভোগান্তিতে পড়ার কথা জানিয়েছেন বেশ কয়েকজন অভিভাবক। জানা গেছে, সরকার একজন নাগরিকের জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত নিবন্ধন বিনা ফিতে করে দেয়ার বিধান রেখেছে। জন্ম বা মৃত্যু ৪৫ দিন পর থেকে ৫ বছর পর্যন্ত নিবন্ধন ফি ধরেছে ২৫ টাকা। পাঁচ বছরের পর থেকে প্রত্যেক ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন ফি ৫০ টাকা। জন্ম তারিখ সংশোধন ফি এক’শ টাকা এবং নাম, পিতা মাতার নাম, ঠিকানা সংশোধনের ফি ৫০ টাকা করে নির্ধারন করে দেয় সরকার।
কিন্তু উপজেলার ইউনিয়ন পরিষদ ও ইউপি সেন্টারের তথ্য সেবা কেন্দ্রগুলো সরকারের নির্ধারিত ফি আদায়ের নির্দেশনা মানছে না বলে অভিযোগ রয়েছে। তথ্য সেবা কেন্দ্রগুলো নিবন্ধন ফি তিনশ থেকে হাজার টাকা পর্যন্ত আদায় করছে। সম্প্রতি সরকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়ায় অভিভাবকরা সন্তানদের অনলাইন জন্মনিবন্ধন করতে দৌড়ঝাপ শুরু করে।
জন্মনিবন্ধন করতে তাকে নানা রকমের প্রমাণাদি সংগ্রহ করতে হচ্ছে। প্রমাণাদি সংগ্রহ করতে গিয়ে তাকে পড়তে হচ্ছে নানা রকমের ভোগান্তিতে। এছাড়া নিজের কিংবা সন্তানের জম্মনিবন্ধন করতে গিয়ে গুণতে হচ্ছে সরকারি ভাবে ঘোষিত ফি’র কয়েকগুণ বেশি টাকা। তাও সময় মতো হাতে পাচ্ছে না নিবন্ধন সনদ।
মো. আলমগীর হোসেন নামে এক ব্যক্তি জানান, তিনি হিংগুলী ইউনিয়ন পরিষদ থেকে নিজের, স্ত্রী ও তিন সন্তানের জন্মনিবন্ধন করেন ২০১২ সালে। কিন্তু অনলাইন থেকে তার প্রথম সন্তানের নিবন্ধন সনদ বের করতে তার কাছ থেকে ১ হাজার ২’শ টাকা নেওয়া হয়েছে। এরপর প্রতিটি জন্মনিবন্ধনের জন্য তার কাছ থেকে নেওয়া হয়েছে ৫’শ টাকা করে।
তিনি বলেন, প্রতিটি জন্মনিবন্ধনে সরকারি ফি ৫০ টাকা সাথে উদ্যোক্তারা পারিশ্রমিক এক’শ টাকা নিতে পারতো। কিন্তু তারা সরকারি ফি’র কয়েকগুন বেশি টাকা আদায় করছে।
আব্দুর রহিম নামে খইয়াছড়া ইউনিয়নের একজন জানান, তার ৮ মাস বয়সী সন্তানের জন্মনিবন্ধন করতে বিনা রশিদে আদায় করা হয়েছে তিন’শ টাকা। অথচ তার সরকারিভাবে জন্মনিবন্ধন ফি মাত্র ২৫ টাকা।
কাটাছড়া ইউনিয়নের আবুরহাট এলাকার রনি নাথ নামে একব্যক্তি জানান, তিনি তার দুই সন্তানের জন্মনিবন্ধন করতে তথ্যকেন্দ্র গেলে সংশ্লিষ্ট উদ্যোক্তা তাকে তার জন্মনিবন্ধন, পিতা, মাতা, শ্বশুর, শ্বাশুড়ির জম্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে বলে। পিতা, মাতা ও শ্বশুর, শ্বাশুড়ি মারা যাওয়ার কারনে তাদের প্রত্যেকের জন্য জনপ্রতি ৫’শ টাকা করে মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করতে বলে।
অটোরিকশা চালক রনি নাথ বলেন, সন্তানদের জন্মনিবন্ধন করতে গিয়ে এতটাকা ব্যয় করা তার পক্ষে অসম্ভব। এরপর আবার দুই সন্তানের জন্মনিবন্ধন করতে খরচ হবে চার’শ টাকা।
মঘাদিয়া ইউনিয়নের এক শিক্ষার্থীর মা কনা দাশ জানান, তার নামে ইউনিয়ন পরিষদ নেওয়া জম্মনিবন্ধন রয়েছে। এখন সন্তানদের জন্মনিবন্ধন করতে গিয়ে জানতে পারেন তার জন্মনিবন্ধনও অনলাইন করতে হবে। এর জন্য সরকারি হাসপাতাল থেকে ডাক্তারের প্রত্যয়ন ও শিক্ষা সনদ আনতে হবে।
তিনি বলেন, যেখানে তার জাতীয় পরিচয়পত্র রয়েছে, পরিষদ থেকে নেওয়া জম্মনিবন্ধন রয়েছে, সেখানে ডাক্তারের প্রত্যয়ন, শিক্ষা সনদ কেন আনতে হবে?
মিরসরাই পৌরসভার স্বপন আচার্য্য নামে একজন জানান, তিনি অনলাইনে জন্মনিবন্ধন করিয়েছেন। জন্মনিবন্ধনে বাংলা লেখা ঠিক থাকলেও ইংরেজিতে লেখা তার নাম ঠিকানা সব ভুল লেখা হয়েছে। এখন ভুল সংশোধনের জন্য তাকে বাড়তি টাকা খরচ করতে হবে। উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদের জন্মনিবন্ধন করতে গিয়ে নানা রকমের ভোগান্তির পাশাপাশি জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে নাগরিকরা বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
এসব বিষয়ে কয়েকজন উদ্যোক্তা জানান, সার্ভারের সমস্যার কারনে নাগরিকদের জন্মনিবন্ধন অনলাইন করতে গিয়ে কোন কোন দিন দুই তিনটির বেশি করতে পারেন না। সার্ভারের সমস্যার কারণে গ্রহীতারদের সময় মতো সনদও দেওয়া যায় না। তাই সরকারি ফি’র বাইরে প্রতিটি জন্ম নিবন্ধনে এক থেকে দেড়শ টাকা বেশি নেওয়া হয়। এ ছাড়া সরকারিভাবে নির্দেশনা দেওয়া কাজগপত্র আনতে বলাকে মানুষ হয়রানি মনে করে।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, জন্মনিন্ধন অনলাইন করতে বাড়তি টাকা নেওয়ার বিষয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে লোকজন ফোনে জানাচ্ছেন। সরকারি
ফি’র বাইরে প্রতি নিবন্ধনের জন্য উদ্যোক্তারা ৫০-১০০ টাকা বেশি নিতে পারেন, কিন্তু পরিষদের সচিবরা এক টাকাও বেশি নেওয়ার সুযোগ নেই। বাড়তি টাকা আদায়ের বিষয়ে ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বরাবরে নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনা না মানতে এবং কোন অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া তিনি জানান, যারা আগে জন্মনিবন্ধন করেছেন কিন্তু অনলাইনে নেই, তাদের কেউ আবেদন করলে এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন।