হাকিম মোল্লা, (সীতাকুণ্ড) : সীতাকুণ্ডে টানা বষর্ণে স্কুল, ফসলি জমি, পানের বরজ প্লাবিত হয়ে গেছে। শনিবার (১৯ জুন) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্লাবিত হয়ে গেছে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড ভাটিয়ারী পূর্ব হাসনাবাদে অবস্থিত ভিকেএস প্রাথমিক বিদ্যালয়টি।
টানা বর্ষণে স্থবির হয়ে পড়েছে সীতাকুণ্ডের জনজীবন। পাহাড়ী ঢলে আশেপাশের এলাকা আরোও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছ। পাহাড়ী ঢলে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের সীতাকুণ্ডের বেশ কিছু ব্রিজ ঝুঁকিপূর্ণ রয়েছে। এসব ব্রিজের নিচে দিয়ে পাহাড়ী ঢলের পানি সমুদ্রে গিয়ে পড়ে।
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। আর প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা। অন্যদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।