ওয়াইফাং সিকিউরিটিজকে ৩০ লাখ টাকা জরিমানা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ওয়াইফাং সিকিউরিটিজকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৯ মে) আইন লঙ্ঘন করায় কমিশনের ৬০৪তম নিয়মিত সভায় এ জরিমানা করা হয়।

বিএসইসি জানিয়েছে, আইন লঙ্ঘন করে ওয়াইফাং সিকিউরিটিজের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, কর্মচারী ও তাদের আত্মীয়-স্বজনদের মার্জিন সুবিধা দেয়া হয়েছে। এছাড়া ২০১৫ সালের ৩১ মার্চে কোম্পানির কাস্টমার কনসলিডেটেড অ্যাকাউন্টে ৩ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৭৬ টাকা ঘাটতির মাধ্যমে আইন লঙ্ঘন করা হয়েছে। এই ঘাটতির টাকা ৩০ জুনের মধ্যে সমন্বয় করে বিএসইসিকে অবহিত করতে নির্দেশ দেয়া হবে প্রতিষ্ঠানটিকে। পাশাপাশি নন মার্জিনেবল ‘জেড’গ্রুপের শেয়ার ক্রয়ে মার্জিন দেয়া এবং ৫ লাখ টাকার ওপর নগদ লেনদেনের মাধ্যমে আইন লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিষ্ঠানটির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, কর্মচারী ও তাদের আত্মীয়-স্বজনদের দেয়া মার্জিন ঋণ আগামী ৩০ জুনের মধ্যে সমন্বয় করতে হবে।

তা না করা পর্যন্ত পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, কর্মচারী ও তাদের আত্মীয়-স্বজনদের বিও হিসাব সিডিবিএল-এ ব্লক থাকবে। অর্থাৎ বিও হিসাবগুলো থেকে শেয়ার ক্রয় কিংবা বিক্রয় করা যাবে না। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালকের পারিশ্রমিক ও সম্মানী প্রদান বন্ধ থাকবে।

শেয়ার করুন