গৃহবধূকে শ্বাসরোধে হত্যা সীতাকুণ্ডে

গৃহবধূকে শ্বাসরোধে হত্যা সীতাকুণ্ডে

চট্টগ্রাম (সীতাকুণ্ড) : পারিবারিক কলহের জের ধরে লিমা আক্তার (১৯) নামে ৬ মাসের শিশু সন্তানের মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ওই স্বামী পলাতক রয়েছে।

শনিবার (১৯ জুন) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের দক্ষিণ নড়ালিয়া তাজুল ইসলামের বাড়ীর ভাড়াটিয়া আরিফুল করিম রাকিব (২৬) তার স্ত্রী লিমা আক্তার (১৯) কে পারিবারিক কলহের জের ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার ৬/৭ মাসের শিশু সন্তানকে পার্শ্ববর্তী শফির বাড়িতে রেখে যায়। শিশু সন্তানকে কেউ জিম্মায় না নিতে চাওয়ায়, খোঁজ নিয়ে দেখে যে লিমা আক্তারের লাশ ঘরে পড়ে আছে।

আরো পড়ুন : শারীরিক উপস্থিতিতে নিম্ন আদালতে বিচার কার্যক্রম চলবে আজ থেকে
আরো পড়ুন : খালেদা জিয়া পুরোপুরি সুস্থ নন : চিকিৎসক

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আসামীকে ধরার চেষ্টা চলছে।

শেয়ার করুন