গুলশানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী গণধর্ষনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসামিরা প্রভাবশালী পরিবারের সন্তান হলেও কোন অবস্থায় ছাড় দেয়া হবে না। মামলার আসামিদের ধরতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। আসামিরা যাতে দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
আসামিরা প্রভাবশালী পরিবারের সন্তান বলে পুলিশ তাদের ধরছে না বলে অভিযোগ উঠেছে। এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার (৯ মে) তিনি এসব কথা গণমাধ্যমে বলেন।
তিনি আরো বলেন, প্রভাবশালী হলেও কারো জন্য ছাড় নেই। বর্তমানে সরকারদলীয় দুই সংসদ সদস্য কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’হোটেলে ধনাঢ্য ব্যবসায়ীর ছেলে সাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হন। তবে এ ঘটনার ৪০ দিন পর গত শনিবার সন্ধ্যায় বনানী থানায় সাফাতসহ ৫ জন আসামি করে মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত ৪ আসামি হলেন- সাফাতের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল এবং তার দেহরক্ষী আজাদ।
এর মধ্যে সাফাত আহমেদ আপন জুয়েলার্সের মালিকদের একজন দিলদার আহমেদের ছেলে। সাদমান সাকিফ রেগনাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হোসাইন জনির ছেলে। নাঈম আশরাফ ই-মেকার্স বাংলাদেশের মালিক এবং একজন আওয়ামী লীগ নেতার ছেলে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত