[caption id="attachment_46406" align="aligncenter" width="700"]
সড়ক দুর্ঘটনা[/caption]
চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার কাট্টলী টোল রোডে ট্রাক ও কনটেইনারবাহী লরির মুখোমুখি সংঘর্ষে মো. আরিফ (২২) নামে লরিচালক নিহত হয়েছেন।
রোববার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সাগর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের জঙ্গল বগাবিল এলাকার নুরুল আবছারের ছেলে।
পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) চিরতন বড়ুয়া বলেন, কাট্টলী টোল রোডে ট্রাক ও কনটেইনারবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন চালকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত