উপজেলা প্রশাসনের সেবার সাথে পেলেন ফুল-শুভেচ্ছা স্মারক

উপজেলা প্রশাসনের সেবাগ্রহীতা পেলেন ফুল-শুভেচ্ছা স্মারক

চট্টগ্রাম (হাটহাজারী) : উপজেলা প্রশাসনের “১৫ মিনিটে সেবা”র আওতায় ৩ হাজার তম সেবাগ্রহীতাকে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২১ জুন) ওই সেবাগ্রহীতা সেবা নিতে এসে এ সম্মাননা পেলেন।

উল্লেখ্য চলতি মাসের প্রথম থেকে গতকাল পর্যন্ত ১৮৩৮ জনসহ মোট সেবা নিয়েছেন ৩ হাজার ১১৪ জন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১৭ জানুয়ারি থেকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চালু হয়েছে “১৫ মিনিটের সেবা” ইউনিয়ন পরিষদ হতে প্রদত্ত জন্ম-মৃত্যু নিবন্ধন সনদের কোথাও কোনো ভুল হলে সেই ভুল সংশোধনের দায়িত্ব ২০২১ সাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ন্যস্ত হয়েছে। সেই সংশোধনের কাজটি সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যেই করে দিচ্ছে উপজেলা প্রশাসন।

আরো পড়ুন : সীতাকুণ্ড প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ ট্রাস্ট নির্বাচন সম্পন্ন
আরো পড়ুন : হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মুনির গ্রেফতার

অনলাইনে আবেদন জমা হবার পর যাচাই-বাছাই করে সব কাগজ সঠিক পাওয়া গেলে সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যেই সেটা অনলাইনে অনুমোদন করে দিচ্ছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়।

জন্ম নিবন্ধন, স্কুলে ভর্তি, পাসপোর্ট তৈরি, এন আই ডি তৈরি সহ নানান কাজে ব্যবহৃত হয়। তাই এটাকে উপজেলা প্রশাসন জরুরি সেবা হিসেবে ঘোষনা করে সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যেই নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে, যদিও সব কাগজ ঠিকঠাক থাকলে ১৫ মিনিটের আগেই সেবাগ্রহীতা তার সেবা বুঝে পাচ্ছেন।

যাদের সংযুক্ত কাগজপত্র যথাযথ থাকেনা তাদের আবেদন অনলাইনে তাৎক্ষণিক নামঞ্জুর করে দেয়া হয়।