প্রকাশিত সংবাদের প্রতিবাদ মংপু মার্মার

ছবি প্রতীকী

বান্দরবান : গত ২০জনু ২০২১ইং তারিখ রোজ রোববার প্রথম আলো পত্রিকায় প্রকাশিত “বান্দরবানে খামারীকে অপহরণ, উদ্ধারে অভিযান চলছে” শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন কুহালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে মংপু মার্মা।

আরো পড়ুন : নাইক্ষ্যংছড়ির ডাকাত হাশেম অস্ত্রসহ গ্রেফতার লোহাগাড়ায়
আরো পড়ুন : সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন ঢাকা

তিনি বলেন, সংবাদের একাংশে উল্লেখ করা হয়েছে কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে মংপু মার্মা জানিয়েছে, অস্ত্রধারী ৫জন পাতা রঙ্গের পোশাকে ছিল, তাদের সবার হাতে ছিল ভারী অস্ত্র, তবে কেউ চেনেন না। প্রকৃত অর্থে এমন বক্তব্য আমি কোন গণমাধ্যম কর্মীর কাছে প্রকাশ করিনি।

তিনি বলেন, প্রকাশিত সংবাদিটিতে আমার নাম ব্যবহার করে আমার যে বক্তব্য প্রকাশিত হয়েছে_প্রকৃত অর্থে আমি মংপু মার্মা অস্ত্রধারী ৫জন পাতা রংঙ্গের পোশাক ও তাদের হাতে ভারী অস্ত্র ছিল_এমন কোন বক্তব্য প্রথম আলোর সাংবাদিককে প্রদান করিনি। আমি মনে করি এমন ওই বক্তব্য পার্বত্যাঞ্চলের মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রকাশিত। আমি ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

মংপু মার্মা
কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পুত্র
বান্দরবান

শেয়ার করুন