সীতাকুণ্ডে আল-আরাফাহ ব্যাংকের শাখা উদ্বোধন

চট্টগ্রাম : সীতাকুণ্ড পৌরসভায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮২তম শাখার কার্যক্রম উদ্বোধন করেছেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম।

বৃহস্পতিবার (২৪ জুন) সীতাকুণ্ড পৌরসভা সদরে মডেল থানার বিপরীতে পুরোনো ডিটি রোডে অবস্থিত কবির প্লাজায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের সীতাকুণ্ড শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট, চট্টগ্রাম জোনাল হেড আলহাজ্ব মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সোমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড ও মাদার শিপ ব্রেকিং ইয়ার্ডের ভাইস চেয়ারম্যান মাষ্টার আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ উদ্দৌলা, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দপুর ইউপি সাবেক চেয়ারম্যান মহিউদ্দীন মঞ্জু, শিল্পপতি মাস্টার আবুল কাশেম, শিল্পপতি আবুল হাশেম, সীতাকুণ্ড বাজার কমিটির সভাপতি রেজাউল করিম বাহার, সাবেক সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, কাউন্সিলর মফিজুর রহমান।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীরকে পরিচয় করিয়ে দেন। এসময় গঠনমূলক তথ্য উপাত্ত উপস্থাপন করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম
বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সব শাখায় শরিয়াহ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দিবে এই ব্যাংক। সবচেয়ে বড় হিন্দু ব্যবসায়ী মজুমদা গ্রুপ আমাদের ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম পরিচালনা করেন। শিক্ষা,স্বাস্থ্য, চিকিৎসায় আমরা কাজ করছি। আধুনিক ডিজিটাল ব্যাংকটির ৫০০ এর বেশি এজেন্ট ব্যাংক রয়েছে সারা দেশে। এটা চট্টগ্রামের ব্যাংক। এটা আপনাদের ব্যাংক। সাড়ে ৩০০ এর বেশি ফ্যাক্টরী মিলকারখানা রয়েছে এই সীতাকুণ্ডে।

তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এ এলাকার উন্নয়নে সহযোগী হবে।