
চট্টগ্রাম : মিরসরাই উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ৫৬ হাজার ৭শ টাকার জালনোট এবং জালনোট তৈরির উপকরণসহ জাল নোট প্রস্তুতকারীকে আটক করেছে র্যাব-৭।
বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে তাকে আটক করা হয়।
আটক মো. মীর হোসেন (২৫) জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকার আলমগীর হোসেনের পুত্র।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার জানান, জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় বেদে পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি জাল টাকা তৈরীর মেশিন এবং জালনোট প্রস্তুত করে আসল টাকা বলে চালানোর চেষ্টা করছে।
জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে নিজ হেফাজতে থাকা ১ টি জাল টাকার নোট তৈরির প্রিন্টার মেশিন, ১ টি ল্যাপটপ, ৩৯ টি জাল টাকা তৈরির কাগজ এবং জাল ১ লক্ষ ৫৬ হাজার ৭শ টাকা উদ্ধার করে।
নূরুল আবছার জানান আরো জানান, সে দীর্ঘদিন যাবৎ অসৎ উপায় অবলম্বন করে বাংলাদেশী জালনোট তৈরি করছে এবং জাল টাকা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত