শুভ বৈশাখী পূর্ণিমায় দেশ ও জাতির কল্যাণে মঙ্গল কামনা

খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে শুভ বৈশাখী পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের পথপ্রদর্শক গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত এই বুদ্ধ পূর্ণিমা। বৈশাখের এই তিথিতে মহামুনি গৌতম বুদ্ধের জন্ম, গৃহ ত্যাগ, বুদ্ধত্ত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার (১০ মে) ভোর থেকে জেলার সবক’টি বৌদ্ধ বিহারে ধর্মীয় পতাকা উত্তোলনের পরপর বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহন, বুদ্ধমুর্তি দান, অষ্টপরিখারা দান, সংঘ দান, ও বিভিন্ন দানীয় বস্তু দানসহ ধর্মীয় দেশনা, পঞ্চশীল-অষ্টশীল গ্রহণ করে দেশ-জাতির কল্যাণে মঙ্গল কামনা করে প্রার্থনা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

বিকালে খাগড়াছড়ি জেলা শহরের শহিদ কাদেরস্থ শত বছরের ঐতিহ্য য়ংড় বৌদ্ধ বিহার থেকে সাসনা রক্ষিত ভিক্ষু কল্যাণ সমিতি ও বাংলাদেশ বুডিস্ট কল্যাণ সমিতি খাগড়াছড়ি শাখার ব্যানারে বৌদ্ধ ভিক্ষু, দায়ক দায়িকা ও পূণ্যার্থীরা মিলে মঙ্গলশোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে দশ হাজারের মতো চাকমা, মারমাসহ বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ ধর্মের পতাকা, কল্পতরু নিয়ে মঙ্গলশোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্যতায় বুদ্ধ পূর্ণিমার শোভাযাত্রাসহ বিহারে প্রার্থনারত পূণ্যার্থীদের নিরাপত্তার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান

শেয়ার করুন