সীতাকুণ্ড স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা মোবাইল কোর্টে

সীতাকুণ্ড স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা মোবাইল কোর্টে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : উপজেলার পৌরবাজারে স্বাস্থ্যবিধি না মানায় হোটেল, পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দীন রাশেদ ও সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ এর সমন্বয়ে মেবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সীতাকুণ্ড স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা মোবাইল কোর্টে

আরো পড়ুন : ঢাকা থেকে চট্টগ্রামে এসে অপহৃত যুবক উদ্ধার, আটক-২
আরো পড়ুন : বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবার পেলে অনুদানের চেক

সীতাকুণ্ড উপজেলা প্রেসবিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলায় করোনা সংক্রমনের হার বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি রেস্টুরেন্টে কাস্টমারকে বসিয়ে খাওয়ানোর অভিযোগে বেশ কয়েকটি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।