বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ : মিয়ানমারের আরও ৪৪ সেনা নিহত

বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ : মিয়ানমারের আরও ৪৪ সেনা নিহত
ছবি: সংগৃহীত

জান্তাবিরোধীদের নিয়ে গঠিত পিপল’স ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সঙ্গে ভয়াবহ সংঘর্ষে মিয়ানমারের অন্তত আরো ৪৪ সেনা নিহত হয়েছে। দেশটির সাগিং এলাকায় ৭২ ঘণ্টা সংঘর্ষে জান্তার পক্ষে এই হতাহতের ঘটনা ঘটে। খবর ‘মিয়ানমার নাউ’।

এর আগে গত ২২ জুন মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালায়ে পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ) সেনাবাহিনীর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায় বলে খবর প্রকাশ করে বিবিসি।

ওই ঘটনার আগে পিডিএফ সদস্যরা দুর্গম ও ছোট ছোট এলাকায় সক্রিয় ছিল। তবে সাম্প্রতিক সময়ে তাদের সক্রিয়তায় জান্তাবিরোধী আন্দোলন নতুন পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন অনেকেই।

আরো পড়ুন : বরখাস্ত ওসির অবৈধ সম্পদ দেখভালের দায়িত্বে ডিসি
আরো পড়ুন : যত টাকাই লাগুক আরও ভ্যাকসিন সংগ্রহ করা হবে : প্রধানমন্ত্রী

জান্তার সেনা নিহতের বিষয়ে স্থানীয় প্রতিরোধ আন্দোলনের সদস্যদের বরাতে মিয়ানমার নাউয়ের খবরে বলা হয়েছে, হিতিজিয়াং ও কাথা শহরে ২৪ জুন থেকে ২৬ জুন তিন দিন সংঘর্ষে জান্তার ৪৪ সেনা নিহত হয়েছে।

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে পিডিএফ যোদ্ধাদের সহায়তা করেছে কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)। তবে বিষয়টি ‘মিয়ানমার নাউ’ স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।