
ছেড়ে দাও করোনার অহেতুক ভয়
তুমি আছো বলে জীবন নিরানন্দময়
কবে চলে যাবে তুমি এ নগর থেকে?
তোমার বিরহে এ বসন্তে
ভয়ের ছায়ানটহীন সংগীত গায় অন্তর দিবানিশি,
সে কথা তুমি আজও জানতে পারোনি?
চলে যাবে যেদিন সঙ্গে এনো শ্রাবণ
তোমার চলে যাওয়ার আগ্রমণে মোর নগর হবে পুষ্পবর্ষণ।
শিশির বলো তারে আসে যেন সন্ধ্যা নামার সামার সাথে।
আর কত কাল থাকবো বলো শান্তির প্রতীক্ষা করে।
ফয়েজা আক্তার দিনামণি
চট্টগ্রাম।