চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানার ইস্পাহানি রেল গেইট এলাকায় পরীক্ষামূলক পরিচালনা করা একটি ট্রেনের ধাক্কায় আশিকুল ইসলাম রিপন (১৮) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুন) সকাল পৌনে ১২ দিকে দুর্ঘটনা ঘটে।
আশিকুল ইসলাম রিপন বি-বাড়ীয়া জেলার আশুগঞ্জ থানার খলাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে মির্জা আহমেদ ইস্পাহানি স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, চট্টগ্রাম থেকে পরীক্ষামূলক ফেনী পর্যন্ত রেল চলছিল। দুপুর পৌনে ১২ টার দিকে রেলের ধাক্কায় আশিকুল ইসলাম রিপন নামে এক স্কুল ছাত্র মারা গেছেন। মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত