সীতাকুণ্ডে লকডাউন বাস্তবায়নে মাঠে প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনী

চট্টগ্রাম : করোনা মহামারী প্রতিরোধে কঠোর লকডাউনের প্রথম দিনে লকডাউন বাস্তবায়নে মাঠে আছে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসারসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসাইন জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

তারই ধারাবাহিকতায় লকডাউনে দোকান খোলা রাখার অভিযোগে সীতাকুণ্ড বাজারের জান্নাত এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা ও হাসপাতাল রোডের আরিয়ান ফার্নিচার ডোরকে ১ হাজার টাকা এবং মাস্ক পরিধান না করায় বাড়বকুণ্ড বাজারের রাজিব নাথকে ২’শ টাকা জরিমানা করা হয়েছে।

লকডাউনের প্রতিদিন উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসাইনের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর এই টিমের অভিযান অব্যাহত থাকবে।