
চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকা থেকে ৫৬ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ জুন) দিবাগত রাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের নজুমিয়াহাট বাজারস্থ একটি ভাড়াঘর থেকে তাদেরকে আটক করে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকালে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. সোহরাওয়ার্দী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিকারপুর ইউনিয়নের নজুমিয়াহাট বাজারস্থ নজুমিয়া সওদাগরের বাড়ীতে তামিমের ভাড়াঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫৬ জন জুয়ারিকে আটক করা হয়েছে।
আটককৃতদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে জুয়াড়ি আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিকালে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত