লকডাউন অমান্য : অর্থদন্ড আদায় ভ্রাম্যমাণ আদালতের

লকডাউন অমান্য : অর্থদন্ড আদায় ভ্রাম্যমাণ আদালতের

চট্টগ্রাম (হাটহাজারী) : সরকার নির্দেশিত কঠোর লকডাউন অমান্য করে ঘুরাফেরা করায় ৩৫ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে দুটি ভ্রাম্যমাণ আদালত চালায়। লকডাউনের প্রথমদিন সবাইকে সচেতন করলেও শুক্রবার সচেতনের পাশাপাশি অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

আরো পড়ুন : অস্ত্র ছেড়ে আলোর পথে এসে যুবক প্রতিপক্ষের হাতে নিহত
আরো পড়ুন : লকডাউন : বান্দরবানে ভ্রাম্যমাণ আদালতের ১৮ টীম

লকডাউন অমান্য : অর্থদন্ড আদায় ভ্রাম্যমাণ আদালতের

হাটহাজারী বাসস্ট্যন্ডসহ হাটহাজারী পৌর এলাকার বিভিন্ন স্থানে আদালত পরিচালনা করে ১৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়।

লকডাউন অমান্য : অর্থদন্ড আদায় ভ্রাম্যমাণ আদালতের

এছাড়া বর্তমানে করোনার ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে সাধারণ জনগণের উদ্দেশ্য মাইকিং ও মুখে ব্যাপক প্রচারণা করা হয়। লকডাউনের আগামি দিনগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি শরীফ উল্যাহ।

এসময় হাটহাজারী মডেল থানার পুলিশ ও র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন