রাজধানীর বনানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মূল হোতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মামলার প্রধান আসামী আপন জুয়েলার্স মালিকের ছেলে সাফাত আহমেদ এবং তিন নম্বর আসামি সাদমান সাকিফ।
ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানিয়েছেন বৃহস্পতিবার (১১ মে) রাত ৯টায় সিলেট নগরীর পাঠানটোলা এলাকার রশিদ ভিলার দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, সিলেট জেলা পুলিশ, এসএমপি ও ডিএমপি যৌথ অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেফতার করে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত