‘সন্তানের মতোই লালন-পালন করি’

সন্তানের মতোই লালন-পালন করি
সন্তানের মতোই লালন-পালন করি- জেসমিস

সংসারের অভাব-অনটন গোচাতে, এক কথায় জীবন ও জীবিকার তাগিদে ঘুনেধরা রক্ষণশীল সমাজে সকল ভয়ভীতি উপেক্ষা করে বিগত পাঁচবছর ধরে রিকশা চালান চট্টগ্রামের সড়ক পথ থেকে অলিগলির সবখানে। রিকশায় বাজান গানও।

বলছিলাম জেসমিন আক্তারের কথা। পাঁচবছর ধরে নগরীতে অনেকের কাছে তিনি পরিচিত মুখ। বয়স আনুমানিক ৩৫/৪০ এর কাছাকাছি।

সম্প্রতি নগরীতে রিকশা চালানোর সময় তার কোলে একটি বাচ্চা বানর কৌতুহল আরও বাড়িয়ে তোলে।

আরো পড়ুন : নাইক্ষ্যংছড়ির ৪ দোকান মালিককে জরিমানা

কথা প্রসঙ্গে জেসমিন বলেন, একান্ত শখ করে বানরটি পোষেণ। নিজের সন্তানদের মতোই বানরটিকে খাওয়া দাওয়া দেই, লালন-পালন করি। সন্তানের মতো শার্ট ও প্যান্ট পরিয়েছি, আরামে ঘুমের ব্যবস্থাও রেখেছি। এতে কোনো অসুবিধা হয় না।

চলমান কঠোর লকডাউনেও জেসমিন আক্তার চষে বেড়াচ্ছেন নগরীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে।

গত শুক্রোবার (১ জুলাই) তাকে টাইগারপাস এলাকায় বানর কোলে নিয়ে তাকে রিকশা চালাতে দেখা গেছে।

শেয়ার করুন