হালদা থেকে ১২০ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার

হালদা থেকে ১২০ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার
হালদা থেকে ১২০ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার

চট্টগ্রাম (হাটহাজারী) : দেশের একমাত্র মৎস্য প্রজননক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে ১২০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার মেখল মুফতি ফয়জুল্লাহ ব্রীজের (প্রকাশ চেঙ্খালি) নীচ থেকে ডলফিনটি উদ্ধার করে এলাকাবাসী।

জানা যায়, আরাফাত নামে স্থানীয় এক যুবক ব্রীজের নিচে ডলফিনটিকে ভাসতে দেখে তার বাবাকে খবর দেয়। পরে তার বাবাসহ স্থানীয়রা ডলফিনটিকে উদ্ধার করে তীরে নিয়ে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে ডলফিনটিকে স্থানীয়দের সহযোগিতায় সত্তারঘাট এলাকায় মাটিতে পুঁতে ফেলে।

আরো পড়ুন : সাড়ে ৩ লাখ টাকার ইয়াবাসহ আটক নারী মাদককারবারি
আরো পড়ুন : বাইসাইকেল পেলেন কুতুবদিয়ার ৪৩ গ্রাম পুলিশ

ডলফিনটির স্বাভাবিক মৃত্যু হয়েছে ধারনা করে নির্বাহী অফিসার বলেন, গায়ে আঘাতের কোন চিহ্ন নেই। মৃত ডলফিনটি লম্বায় সাড়ে সাত ফুট।