চট্টগ্রামে একদিনে রেকর্ড শনাক্ত ৬৬২

চট্টগ্রামে শনাক্তে রেকর্ড, একদিনে ৬৬২
চট্টগ্রামে একদিনে ৬৬২ শনাক্ত

চট্টগ্রাম : করোনা শনাক্তে রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম। গত ২৪ ঘন্টায় আরও ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। তারমধ্যে ৪৪৯ জন নগরে এবং ২১৩ জন উপজেলার। এখন পর্যন্ত চট্টগ্রামে ৬২ হাজার ৫৮৯ জন আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নয়াবাংলাকে জানান, চট্টগ্রামে ১২টি ল্যাবে ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় ৯ জন মারা গেছেন। এর মধ্যে দুইজন নগরের ও সাতজন উপজেলা পর্যায়ের বাসিন্দা।এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৭৩১ জন; এর মধ্যে ৪৮৪ জন নগরের ও ২৪৭ জন উপজেলার বাসিন্দা।

আরো পড়ুন : হালদা থেকে ১২০ কেজি ওজনের মৃত ডলফিন উদ্ধার
আরো পড়ুন : বাইসাইকেল পেলেন কুতুবদিয়ার ৪৩ গ্রাম পুলিশ

বি.আই.টি.আই.ডি. চট্টগ্রাম ল্যাবে ৫২১ জনের নমুনা পরীক্ষায় ২১৬ জন, এন্টিজেন টেস্ট ল্যাবে ৪২১ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জনের করোনা পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। অপরদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৯ জনের নমুনার মধ্যে ৪১ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যা্ল সাইন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৮ জনের মধ্যে ৫২ জনের করোনা পাওয়া গেছে।

এছাড়া ইমপেরিয়াল হাসপাতালে ১০৫ জনের নমুনার মধ্যে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ২৫৫ জনের মধ্যে ৪৭ জন,আর.টি.আর.এল ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা মিলেছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬৫জনের নমুনা পরীক্ষায় ১৯ জন,মেডিকেল সেন্টার হাসপাতালে ১৪ জনের মধ্যে ৭ জনও ইপকি হেলথ কেয়রে ৩৮টি নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা পাওয়া গেছে।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে ৮১ জনের নমুনার মধ্যে ২ জনের করোনা মিলেছে।

শেয়ার করুন