চৌধুরী সুমন (চট্টগ্রাম) : গৃহীনি বিউটি আক্তার। দুই সন্তান, স্বামী নিয়ে থাকেন শহরে। ডিপার্টমেন্ট স্টোরে চাকরি স্বামীর।
স্বামীর স্বল্প আয়ে সেলাইয়ের কাজ করে সংসারে খরচের যোগান দেন বিউটি। সমিতি থেকে কিস্তিতে টাকা নিয়ে কিনেছেন সেলাই (ডিজিট্যাল) মেশিন। সুখ নাগালের আশায় চলছিল বেশ। কাপড় সেলাই করানোর জন্য ধরনা দিত বিভিন্ন মার্কেট-শপিংমলের দোকানিরা। কিন্তু সেই আশা এখন প্রতিনিয়ত হতাশা। চলমান কঠোর লকডাউনে মার্কেট শপিংমল বন্ধে সুঁইয়ে গাঁথা সুতা রয়েই গেছে। থেমে গেছে কাজ। সেলাইয়ের জন্য আসে না কাপড়। রোজগারের একমাত্র কর্তা বাসায় দিন পার করছে। ঘড়ির কাটার মত মাস ফুরালেই ঘর ভাড়ার জন্য কলিং বেল বাজাবে বাড়িওয়ালা। কিস্তির টাকাতো দাঁড়িয়ে আছে, ভাবিনি এমন দূর্দিন আসবে; বলছিলেন বিউটি আক্তার।
আগের বছর লকডাউনের দূর্দশার স্মৃতিচারণ করে বিউটি নয়াবাংলার প্রতিবেদককে জানান, চলমান কঠোর লকডাউনে মধ্যবিত্ত পরিবারের টানপোড়েন অবস্থা। গত বছর করোনার সময় আমাদের মত মধ্যবিত্তরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর ভাড়া, কিস্তির দেনা, দোকানের মাসিক বাকি টাকার বোঝা নিয়ে ঘুরতে হয়েছে। আছে কি নাই সেটা মানতে রাজি নয়। বন্ধ করে দিল চাল, ডাল তেল ইত্যাদি দেওয়া। ঘর ভাড়া পরিশোধের জন্য বাড়িওয়ালার সকাল-বিকাল আসা যাওয়া, সমিতির কিস্তির টাকা নিতে আসা লোকদের হুমকি ধমকি ইত্যাদি প্রায় আত্মসম্মান বাঁচানো কষ্টসাধ্য। এমনও দিন শুধু ডাল আর ভাত খেয়ে দিন কেটেছে। এবারের লকডাউনও ইঙ্গিত দিচ্ছে আবারও বুঝি ঋণের বোঝা ঘাঁড়ে ভর করলো?
তিনি বলেন, গত বছরের ঋণ টানছি। এখন আবার লকডাউন। এমন তো না লকডাউন শেষের ৩-৪ মাস পর থেকে উনারা ঋণের টাকা নিতে আসবেন। ব্যাংক থেকে ঋণ নিতে হলে যে মর্টগেজ লাগে তা কজনের পক্ষে দেয়া সম্ভব। অপরদিকে এনজিও থেকে ঋণ নিতে কোনো ঝক্কিঝামেলা নেই। ঋণের টাকা হারে কিস্তি হিসেবে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট অংকের টাকা পরিশোধ করতে হয়। রোজগার তো বন্ধ, লকডাউন শেষ হলেই কিস্তির টাকা যোগাড় হবে কিভাবে।
সিএনজি অটোরিকশা চালক তোফায়েল নয়াবাংলাকে বলেন, বাড়ির কিছু জায়গা বন্ধক রেখে এবং সমিতি থেকে সাপ্তাহিক কিস্তির উপর ঋণ নিয়ে একটি সিএনজি কিনেছিলাম, কিস্তিও চালিয়েছি। লকডানের মধ্যে ভাত-পানিত পরিবার নিয়ে কষ্ট করতেছি। কিস্তির লোকদের যাওয়া আসা বন্ধ নাই। বাকি দোনদার, বাড়িওয়ালা ও কিস্তির লোকেরা তা মানতে নারাজ।
চট্টগ্রাম হালকা মোটর চালক-শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলম নয়াবাংলাকে বলেন, লকডাউনে সাধারণ মানুষের মধ্যে আমাদের চালক-শ্রমিকেরা বেশি ক্ষতিগ্রস্ত। কোনো ত্রাণ বা আর্থিক সহযোগিতা এখন পর্যন্ত কেউ দেয় নাই। পাশাপাশি অনেক চালক আছেন যাটা ব্যাংক কিস্তিতে গাড়ি কিনেছেন। তাদের কি অবস্থা? চাকা ঘরলে তো কিস্তি, ঘর ভাড়া দিয়ে ছেলেপুলে নিয়ে বাঁচা যেতো। এখন তে সেটাও বন্ধ। আমাদের দেখবে কে?
আরো পড়ুন : স্ত্রীকে কুপিয়ে বাঁশখালী ইউএনও’র কাছে আত্মসমর্পণ স্বামীর
আরো পড়ুন : তিনি ‘স্নায়ুরোগ বিশেষজ্ঞ’ চিকিৎসক বটে!
তথ্যমতে, চট্টগ্রাম জেলায় রেজিস্ট্রেশনধারী কমপক্ষে ৬০ টিরও বেশি এনজিও কাজ করছে। এছাড়া রেজিস্ট্রেশন নাই এমন রয়েছে অনেক। তবে চলমান লকডাউনে আনরেজিস্টার অনেক সমিতি ঋণের কিস্তির টাকা আদায়ের জন্য খারাপ আচরণ করছে।
একাধিক গ্রাহক জানিয়েছেন, চলমান কঠোর লকডাউনে রুজি নাই, তবু তারা মানতে চায় না। টাকার জন্য খারাপ আচরণ করে যাচ্ছে। মনে হয়, আমরা ইচ্ছে করে টাকা দিচ্ছি না।
কিস্তির মাঠ কর্মীরা এমন অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এই ধরণের কাজ করি নাই। আমরা গ্রাহকদের ভালোমন্দ খবর নিচ্ছি।
খোঁজ নিয়ে জানা গেছে, মূলত কোনো এনজিও সমিতি থেকে ঋণ নিতে হলে প্রথমে সদস্য হিসেবে ভর্তি হতে হয়। সঞ্চয় চালানোর পর ঋণ প্রস্তাব করলে অফিসে কর্মরতরা ওই সঞ্চয় হিসাব করে দেখে তাকে কত টাকা পরিমাণে ঋণ দেওয়া সম্ভব। এতেই শেষ নয় যিনি ঋণ নিবেন তার জামিনদার আরেক সদস্যকে হতে হয়। তাও আবার মহিলা। সাধারণত পুরুষ সদস্য ঋণ প্রস্তাব করলে জামিনদার তার স্ত্রীকে হতে হয়।