
চট্টগ্রাম: নগরীর জিইসি মোড়ে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোগে নিবন্ধন বুথ চালু করা হয়েছে। এনআইডি নম্বর ও মোবাইল ফোন নম্বর নিয়ে গেলে সেই বুথে টিকার জন্য নিবন্ধন করানো হচ্ছে। এর জন্য স্বেচ্ছাসেবকরাও রয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক সোমবার (১২ জুলা্ই) এই কার্যক্রম উদ্বোধন করেন ।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, শহরের অনেক মানুষ প্রযুক্তি বিষয়ক ফ্যাসিলিটিজের অভাবে টিকার নিবন্ধন করতে পারছেন না। টিকার আওতার বাইরেদের নিবন্ধন করে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।